নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:
ঢাকা: নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা পদত্যাগ করেছেন। শনিবার নেপালের রাষ্ট্রপতি রাম বরন যাদবের কাছে তিনি নিজের পদত্যাগ পত্র জমা দেন। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সুশীল কৈরালা নেপালের সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপাল কংগ্রেসের সভাপতি। ২০১৪ সালে তিনি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হোন। তার নেতৃত্বে নেপালে নতুন সংবিধান প্রনীত হয়।

কৈরালার দল নেপাল কংগ্রেস তাকে আবার প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে নির্বাচিত করেন। শনিবারই সে প্রার্থিতা ঘোষণা আসছে। যদি কৈরালা চান তবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেপালের প্রধানমন্ত্রী হতে পারেন।
নিউজবাংলা/একে