নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:

বিশেষ প্রতিনিধি. টাঙ্গাইল:

টাঙ্গাইল ৪ (কালিহাতী) কালিহাতী আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর প্রচারণা করেছেন কালিহাতী উপজেলার সাবেক চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী।

শনিবার সকাল থেকে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। এসময় সোহেল হাজারী সাধারণ জনগনের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থণা করেন।এদিগে আজ দুপুর ২টার সময় কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল বাশার’র নিকট হতে সোহেল হাজারীর পক্ষে তার বড় ভাই শহিদুজ্জামান খান শাহীন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

পরে বিকেলে তিনি কালিহাতীর ছাতিহাটীতে প্রচারনার নানা নির্বাচনী প্রতিশ্রুতি দেন সোহেল হাজারী। এসময় তিনি বলেন, আমি উপজেলা চেয়ারম্যান থাকার সময় যে উন্নয়ন হয়েছে, সে সমান উন্নয়ন বিগত ৪০ বছরেও কালিহাতীতে হয়নি। এসময় তিনি নির্বাচিত হলে ক্ষুদা-দারিদ্রমুক্ত ও শিক্ষার প্রসারনসহ মাদকমুক্ত কালিহাতী গড়ার কথা বলেন।

দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে সোহেল হাজারী বলেন, আওয়ামী লীগের ১৯ জন সমর্থক নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। সেখান থেকে আমার নেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি বিশ্বাস করি, যারা মনোনয়ন পাননি তারা সবাই প্রকৃত আওয়ামী লীগ সমর্থক হলে অবশ্যই আমার জন্য একজোট হয়ে কাজ করবেন।

কাদের সিদ্দিকীর প্রতিদ্বন্ধীর বিষয়ে তিনি বলেন, কালিহাতীর মাঠ আমাদের, এই মাঠ চাষ করেছি আমি। কাদের সিদ্দিকীর মাঠ ছিলো সখীপুর-বাসাইল। সেখানে তার অবস্থা একদম শোচনীয়। আমি বিশ্বাস করি,যে ব্যক্তি মুক্তিযুদ্ধের পর হাজারো দুঃখ দুর্দসায় কালিহাতী বাসীদের পাশে ১টি বারের জন্যও দাড়ায়নি কালিহাতীর মানুষ তাকে গ্রহণ করবে না।

নিউজবাংলা/একে