নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে অগ্রণী ব্যাংক বাসাইল শাখা’র ব্যবস্থাপক মো: এসকান্দার হায়াত খান এর বিদায় এবং নতুন যোগদানকারী শাখা ব্যাবস্থাপক মো: মোফাজ্জল হোসেনের আগমন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অগ্রণী ব্যাংক বাসাইল শাখা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক টাঙ্গাইল অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখা’র ব্যাবস্থাপক মো. জহিরুল ইসলাম,  বাসাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান গাউস, টাঙ্গাইল জেলা অগ্রণী ব্যাংকের সিবিএ সভাপতি মতিউর রহমান তালুকদার, বাসাইল জোবদো-রোবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের উপাদক্ষ মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

নিউজবাংলা/একে