ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ॥
ঈশ্বরদী পৌরসভার আসন্ন নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকের অংশ হিসেবে ১০ অক্টোবর শনিবার দুপুরে শহরের অভিজাত প্রগতি রেস্তোরায় আওয়ামীলীগ দলীয় একক মেয়র প্রার্থী ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু
ঈশ্বরদীর সকল স্থানীয় ও দৈনিক পত্রিকার সম্পাদক সাংবাদিক এবং জাতীয় পত্রিকার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় তিনি তার সময়কালে ঈশ্বরদী পৌরসভার উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং আগামী দিনে ঈশ্বরদী শহরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গিকার করে ঈশ্বরদী পৌর এলাকার সকল নাগরিকের দোয়া কামনা করেন।
সভায় বক্তব্য দেন সাংবাদিক আলাউদ্দিন আহমেদ,এসএম রাজা,আজিজুর রহমান শাহীন,এসএম ফজলুর রহমান,মোস্তাক আহমেদ কিরন,স্বপন কুমার কুন্ডু,হাসানুজ্জামান,আব্দুল বাতেন, আবুল হাসেম,ফজলুর রহমান ফান্টু,আব্দুল মান্নান টিপু,জাহাঙ্গির আলম,মাহাবুবুল হক দুদু,ববি সরদার,তৌহিদ আক্তার পান্না,মিশুক প্রধান,আতম.নাসিম,আতাউর রহমান বাবলু,আক্তারুজ্জামান মিরু,শেখ মহসিন,মহিদুল ইসলাম,সেলিম আহমেদ প্রমুখ। বক্তারা রাস্তা,ড্রেন,কালভার্ট,লাইট পোস্ট,ডাস্টবিনের উন্নয়ন, এবং শিশু পার্ক,স্টেডিয়াম,পাবলিক লাইব্রেরী নির্মাণ ও ঈশ্বরদী জেলা করণের দাবী নিয়ে বক্তব্য দেন।
পৌর আ’লীগের সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে স্যালুট জানিয়ে বলেন, সকল উন্নয়নের সাথে সাংবাদিক ও সংবাদপত্রের সম্পৃক্ততা রয়েছে। ছোট্ট ঈশ্বরদী আজকে যে বড় রূপ ধারন করেছে তা সংবাদপত্রের ভূমিকা ও সংবাদিকদের সঠিক ভাবে দায়িত্ব পালন করার করানেই সম্ভব হয়েছে। সাংবাদিকরাই পারে সামাজিক আন্দোলনের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং গনমানুষের প্রয়োজনীয় দাবী পূরন করতে।
তিনি বলেন,সাংস্কৃতিক উন্নয়ন না হলে সমাজে ভাল মানুষ তৈরি হয় না। পৌর এলাকার আর্বজনার দূর্গন্ধ রুচির পরিচয় বহন করে। মাদকের সাথে কোনো প্রকার আপোষ নেই। পূজোতে বেড়ানো ও পণ্য কেনা বাঙালি সাংস্কৃতির অংশ। আসন্ন দূর্গা পূজাকে কেন্দ্র করে কেউ পরিবেশ নস্ট করার চেষ্টা করলে তার হাত কেটে ফেলা হবে। মতবিনিময় সভায় ৭০ জন সাংবাদিক উপস্থিত হন।