ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে পারছেন না তিনি।
বৃহস্পতিবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন মাশরাফি। তাঁকে দেখতে এখন হাসপাতালে যাচ্ছি আমি।’