নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:

খাগড়াছড়ি প্রতিনিধি ঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরার মাতা, বাংলাদেশ ত্রিপুরার কল্যান সংঘের আ-জিবণ সদস্য কাঞ্চন শ্রী ত্রিপুরার শ্রাদ্ধক্রিড়া অনুষ্টান সম্পন্ন হয়েছে।

 

এউপলক্ষে আজ শনিবার দুপুর ১২টা থেকে জেলা পরিষদের সদস্যের নিজ বাড়ি প্রদীপপাড়া ও সদর এলাকার চৌধুরীপাড়ায় একই সময়ে দুটি অনুষ্টান শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে এই শ্রাদ্ধক্রীড়া অনুষ্টান। এছাড়াও গতকাল থেকে এইকৃতি সন্তানের মাতার আতœার শান্তির জন্য চলে ধর্মীয় নানা অনুষ্টান।

অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজেরী চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ই বেঙ্গল খাগড়াছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল হাছান, ২০ বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক, পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, খোখেনেশ্বর ত্রিপুরা, ক্যাচিং সং মারমা, খাগড়াছড়ি থেকে প্রকাশিত দৈনিক অরণ্যবার্তার সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি চৌধুরী আতাউর রহমান খাঁন রানা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়–য়া, সাংবাদিক বিপ্লব তালুকদার, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব প্রমূখ। এছাড়াও জেলা ও উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ, নির্বাচিত জনপ্রতিনিধি, সাধারণ জনগনসহ আবাল, বৃদ্ধ-বনিতা, শিশু-কিশোরসহ হাজার হাজার জনতা এই অনুষ্টানে অংশ গ্রহণ করেন

নিউজবাংলা/একে