নিউজবাংলা: সোমবার, ২৯ জুন:
মো. নজারুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:
বিপন্ন টাঙ্গাইলের মধুপুর শালবনের ভূমি যতটুকু রাহুর কবল থেকে রক্ষিত ততটুকু রাবার প্রকল্প ও ঔষধি বাগানের অবদান। শুধু রাবার প্রকল্পের অধীনে থাকা প্রায় ৮ হাজার একর জায়গা থেকে সরকার বিপুল পরিমাণ অর্থও আয় করছে। ঔষধি বাগানের অধীনে রয়েছে বনের ১২ একরের বেশি জমি।