নিউজবাংলা: ০৩ ডিসেম্বর- বৃহস্পতিবার:
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে তিন কৃষক সমিতি বিনামূলে ধান কর্তনের মেশিন পেয়েছেন। গতকাল বুধবার উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় আনুষ্টানিকভাবে তাদেরকে মেশিন দেয়া হয়।
মেশিন প্রাপ্ত সমিতিগুলো হচ্ছে লামাকাজি ইউনিয়নের শাপলা বহুমুখি সমবায় সমিতি, একই ইউনিয়নের লামাকাজি কৃষক সমবায় সমিতি ও দৌলতপুর ইউনিয়নের কড়পাড়া সমবায় সমিতি। মেশিন গ্রহন করেন লামাকাজি কৃষক সমবায় সমিতির সভাপতি মো. আব্দুর রউফ, একই ইউনিয়নের শাপলা বহুমুখি সমবায় সমিতির সভাপতি শফিকুর রহমান ও দৌলতপুর ইউনিয়নের করপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি মো. ফজলুর রহমান।
এসব সমিতির সদস্য সংখ্যা হচ্ছে লামাকাজি কৃষক সমবায় সমিতি ৩৫ জন, শাপলা বহুমুখি সমবায় সমিতি ৫০ ও করপাড়া কৃষক সমবায় সমিতির ৩০ জন সদস্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, কৃষি অফিসার আলী নূর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মনোজ কান্তি দেবনাথ প্রমুখ।
নিউজবাংলা/একে
Comments
comments