বালিয়াডাঙ্গীতে দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

নিউজবাংলা: ২৪ ডিসেম্বর, বৃহঃবার:

মজিবর রহমান শেখ, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) উদ্যোগে গত বুধবার বিকেলে সংগঠনের কার্যালয় মাঠে এলাকার তিন শতাধিক দুস্থ্য ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও পঞ্চাশ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের জৈষ্ঠ্য পুত্র ও উপজেলা আওয়ামীলীগের নেতা প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।

 

অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইদা সুলতানার সভাপতিত্বে বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুব উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক আব্দুল কাদের, সমাজ সেবা অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের নেতা আব্দুস সালাম, দুওসুও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মঞ্জুর আলম। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন- বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) সভাপতি এম. হাসান আলী, প্রভাষক রতন, প্রধান শিক্ষক, খায়রুল ইসলাম, শিক্ষক সাইদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে এলাকার তিন শতাধিক দুস্থ্য ও অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ও পঞ্চাশ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথির মাধ্যমে। বেংরোল জিয়াবাড়ী গ্রামের বৃদ্ধা ফুলজান বেওয়া শীতবস্ত্র পেয়ে উপস্থিত অতিথিদের জানান, শীতবস্ত্র বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সন্মাননা প্রদানের জন্য সংস্থার চির দির্ঘায়ু ও দোয়া কামনা প্রকাশ করেন।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Next: দেশের উন্নয়নে কৃষককে বাঁচাতে হব ….কমরেড মানিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*