নিউজবাংলা: সোমবার, ২৯ জুন:

চট্টগ্রাম : চলতি অর্থ বছরের বাজেটে শিক্ষা ও গবেষণা খাতে কম বরাদ্দ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত বাড়তি করের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ।



কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  সোমবার সকাল দশটার দিকে নগরীর আগ্রাবাদ বেপারী পাড়া এলাকায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাহমুদুল হাসানের বলেন, অনতিবিলম্বে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর থেকে আরোপিত কর প্রত্যাহার করা না হলে সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলা হবে। সাথে সাথে শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য সরকারের প্রতি দাবি জানান।

এসময় ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজবাংলা/একে