‘ভয় পাওয়ার কিছু নেই’-সম্রাট
নিউজবাংলা: সোমবার, ২৯ জুন:
ঢাকা: ‘লাইফ সাপোর্ট’-এ থাকলেও ভয় পাওয়ার মত কিছু ঘটে নি বললেন নায়ক রাজ রাজ্জাকের ছোট ছেলে সম্রাট। তিনি বলেন, ‘বাবা টানা আট দিন রোজা রাখায় একটু অসুস্থ হয়ে পড়েন।
একই সাথে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়-যার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে আসতে হয়। আর হাসপাতালে কর্তৃপক্ষ সব সময় তাঁকে বিশেষ চিকিৎসা সুবিধা দেন এ জন্য আইসিইউতে রেখে চিকিৎসা করা হয়।
আরও জানালেন, ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয় নায়ক রাজের শরীরের কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে তা কমানোর জন্য। হাসপাতালে শুধুমাত্র বড় ছেলে বাপ্পারাজ অবস্থান করছেন। তিনি আশংকামুক্ত তাই পরিবারের বাকি সবাই হাসপাতাল থেকে বাসায় চলে এসেছেন। অবশ্য ভোরে আবার তারা হাসপাতালে যাবেন।
উল্লেখ্য শুক্রবার সন্ধ্যা ৭ঃ৫০মিনিটে কিংবদন্তিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আইসিইউ’র ৬নং কেবিনে ডা. আদনান ইউসুফ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
নিউজবাংলা/একে