কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শুরুতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

নিউজবাংলা: ০৪ ডিসেম্বর- শনিবার:

ঢাকা: ভর্তি পরীক্ষার্থীদের স্বাগত জানানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের এক নেতাসহ অন্তত্য ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার সকালের ওই সংঘর্ষের পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির কক্ষে হামলা চালানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পাশে কুমিল্লা কোর্টবাড়ি সড়কের ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে ভর্তি পরীক্ষা শুরুর সময় পাল্টাপাল্টি ধাওয়া হয়। আহতরা কুমিল্লা সদরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসানের দাবি, সাধারণ সম্পাদক রেজা ই এলাহীর সমর্থকেরা এ ঘটনার জন্য দায়ী।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা ই এলাহীর বলেন, সভাপতি নাজমুল হাসানের সমর্থক কিছু বহিরাগত লোকজন ঘটনার জন্য দায়ী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক সাংবাদিকদের বলেন, ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে কোর্টবাড়ি সড়কের সামনে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাগত জানাতে জড়ো হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় একপক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ অন্তত ছয়জন আহত হন। তবে ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা হয়নি।
এদিকে সকালের সংঘর্ষের পর রেজাউল ইসলামসহ সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মী মিলে ছাত্রলীগের সভাপতির আবাসিক হলের কক্ষে হামলা চালিয়েছে বলে জানা গেছে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: মিলন ও মীমের ‘এত খুশি রাখবো কোথায়, বাজারে দোতারা’
Next: সুইসুতা’য় শীতের আমেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*