নিউজবাংলা: ১জুলাই, বুধবার:

 ঢাকা: প্রেমিকাকে আত্মহত্যায় প্ররোচনার দেয়ার ঘটনায় গ্রেপ্তার বাঙলা কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদ মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।

জাহিদ মাহমুদকে গত শুক্রবার গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ।

কাফরুল থানার এসআই কৃষ্ণ বিশ্বাস জানান, মিরপুর বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফাতেমাতুজ জোহরা বৃষ্টির সাথে জাহিদের দীর্ঘ দিনের  সম্পর্ক ছিল।

বৃষ্টি বেশ কিছু দিন ধরে তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। জাহিদ এতে রাজি না হওয়ায় গত ১৩ জুন বৃষ্টি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

তাকে উদ্ধার করে মিরপুরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন তিনি মারা যান।

কাফরুল থানা পুলিশ জানায়, এ ঘটনায় শুক্রবার রাতে আত্মহত্যার প্ররোচনার কাফরুল থানায় মামলা করতে যান বৃষ্টির বাবা তোফাজ্জেল হোসেন। খবর পেয়ে জাহিদ তাকে বাধা দিতে থানায় গেলে ওই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এবিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, জাহিদকে সংগঠন থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সাধারণ সম্পাদক দেশে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

 

নিউজবাংলা/একে