নিউজবাংলা: ৭জুলাই, মঙ্গলবার:

কিশোরগঞ্জ সংবাদদাতা :

কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু তাহের (৬৫) নামে এক চাল ব্যবসায়ী খুন হয়েছেন।

সোমবার (০৬ জুন) রাত ৯টার দিকে জেলা শহরের বড় বাজারে এ ঘটনা ঘটে।আবু তাহের জেলা সদরের যশোদল ইউনিয়নের মধুনগর গ্রামের বাসিন্দা ও কিশোরগঞ্জ সদরের বড় বাজার এলাকার চাল ব্যবসায়ী। নিহতের পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে আবু তাহেরের নাতি বিপুল মিয়া (১৩) চালের দোকানের ক্রেতাদের জন্য চা আনতে যায়। এ সময় সে বড় বাজারের একটি দোকানে ব্রেসলেট কিনতে গিয়ে দোকানী ইয়াসিন মিয়ার সঙ্গে দরদাম করে। দরদামে না মিলায় ইয়াসিন মিয়া ক্ষিপ্ত হয়ে বিপুলকে ঘুষি মারে। বিপুল ফিরে এসে বিষয়টি তার নানা আবু তাহেরকে জানায়। পরে আবু তাহের ইয়াসিন মিয়ার দোকানে গিয়ে এর প্রতিবাদ করে। এতে ইয়াসিন মিয়া ক্ষিপ্ত হয়ে দোকানের বাই সাইকেলের চেইন দিয়ে আবু তাহেরের মাথায় আঘাত করে। এতে আবু তাহের গুরুতর আহত হলে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজবাংলা/একে