ঢাবিতে দ্বিতীয়বার ভর্তিপরীক্ষা দিতে পারবে না শিক্ষার্থীরা
নিউজবাংলা: ৮জুলাই, বুধবার:
নিউজবাংলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তিপরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এ আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিন্ধান্ত বহাল থাকল।
বুধবার এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এফ এম মেজবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
আদালতের এ রায়ে ঢাবির অনেক ভর্তিচ্ছু কান্নায় ভেঙ্গে পড়ে।
এর আগে গত ১৬ মার্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তিপরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।একই সঙ্গে এ সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চান আদালত।
মিনারা বেগম ও রুহুল আমিনসহ ভর্তিচ্ছুদের ২৬ জন অভিভাবক এই রিট আবেদনটি দায়ের করেন।
প্রসঙ্গত, গত বছরের ১৪ অক্টোবর দ্বিতীয়বার ভর্তিপরীক্ষার সুযোগ নেই বলে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিউজবাংলা/একে