কোটিপতি হতে হলে কোন ডিগ্রি প্রয়োজন?
নিউজবাংলা: ১৪ জুলাই, মঙ্গলবার :
ঢাকা: মিলিওনিয়ার হতে কি ধরনের ডিগ্রি নেওয়া প্রয়োজন? নতুন এক গবেষণায় বলা হয়েছে, অর্থশালী হতে হলে ভালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৌশল বিদ্যায় বাড়তি শিক্ষা নেওয়া প্রয়োজন।
বিশ্বের সম্পদশালী মানুষদের ২২ শতাংশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিদ্যায় কোনো না কোনো কোর্স করেছেন।
মিলিওনিয়ার এবং বিলিওনিয়ারদের দ্বিতীয় পছন্দের বিষয়টি হচ্ছে অ্যাকাউন্টিং।
আমেরিকার ওই গবেষণায় বলা হয়েছে, ১২ শতাংশ ধনশালীকে সম্পদশালী হতে সাহায্য করেছে ব্যবসা শিক্ষা। আবার খুব দ্রুত ধনী হয়ে ওঠাদের মধ্যে ৯ শতাংশ পড়েছেন শিল্পকলা নিয়ে। তবে এদের চেয়ে বেশি এগিয়ে যেতে পেরেছেন কমার্স বিষয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে ইকোনোমিক্স এবং ফিনান্স এর শিক্ষার্থীরা বেশি মিলিওনিয়ার হয়েছেন।
নিউজবাংলা/একে