ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২২ কিলোমিটার যানজট
নিউজবাংলা: ১৫ জুলাই, বুধবার :
ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক বিকল হয়ে পড়ায় ২২ কিলোমিটার দীর্ঘ যানজট লেগেছে।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা এলাকায় গোমতী সেতুর ওপর চাকা ফেটে চট্টগ্রামগামী মালবাহী ট্রাক বিকল হওয়ায় এক পাশের লেন বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
ভোর সাড়ে পাঁচটার দিকে দাউদকান্দি হাইওয়ে পুলিশ রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে নেয়। এ সময়ের মধ্যে মহাসড়কে বিপুলসংখ্যক গাড়ি আটকে যায়। বেলা ১১টা পর্যন্ত দাউদকান্দির হাসানপুর থেকে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা সেতু এলাকা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঈদ সামনে রেখে যানবাহনের প্রচ- চাপের মধ্যে সরু গোমতী সেতুতে সকালে ট্রাক বিকল হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে যানজট রয়েছে।
নিউজবাংলা/একে