প্রোটিয়াদের চেপে ধরেছে বাংলাদেশ
নিউজবাংলা: ১৫ জুলাই, বুধবার :
ঢাকা: আব্দুর রাজ্জাকের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট নিলেন সাকিব আল হাসান।
বিশ্বসেরা অলরাউন্ডারের বলে কট বিহাইন্ড হয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা (১৫)। এক ওভার পর বল করতে এসে প্রথম বলেই রাইলি রুসোকে (১৭) আউট করেছেন মাহমুদউল্লাহ। তাই মাত্র ৫০ রানে চার উইকেট হারিয়ে তৃতীয় ওয়ানডেতে ভীষণ বিপদে প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখার সময় ১৬ ওভারে প্রোটিয়াদের স্কোর ৫৩/৪।
এর আগে ফাফ ডু প্লেসিকে আউট করায় সাকিবের উইকেটসংখ্যা দাঁড়ায় ১৯৯। আর ওপেনার কুইন্টন ডি কককে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান।
শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন মুস্তাফিজ। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ইনিংসের তৃতীয় আর নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই কুইন্টন ডি কককে (৭) বোল্ড করেছেন এই তরুণ বাঁ-হাতি পেসার। অষ্টম ওভারে ফাফ ডু প্লেসির উইকেট তুলে নেন সাকিব আল হাসান। সুইপ করতে গিয়ে বল আকাশে উঠিয়ে দিয়েছিলেন ডু প্লেসি। খানিকটা দৌড়ে এসে সহজেই ক্যাচটা ধরেছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম।
দ্বিতীয় ওয়ানডের মতো এই ম্যাচেও টস হেরে গেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আবারও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।
আগের ম্যাচের বিজয়ী দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। প্রোটিয়াদের দলে একটাই পরিবর্তন। ক্রিস মরিসের জায়গায় একাদশে এসেছেন আরেক পেসার মর্নে মরকেল।
দুই দলই একটি করে জয় পাওয়ায় তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।
বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন দাস, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা : হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসি, রাইলি রুসো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ফারহান বেহারদিন, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও মর্নে মরকেল।
নিউজবাংলা/একে