বাসাইলে আতর ও টুপির দোকানে উপচে পড়া ভীড়
নিউজবাংলা: ১৬ জুলাই, বৃহস্পতিবার :
অর্ণব আল আমিন:
ঈদের মানে আনন্দ; ঈদ মানে খুশি। আর তাই ঈদকে বরণ করতে চলছে নানা প্রস্তুতি। শেষ মুহুর্তে আতর ও টুপির দোকান গুলোয় উপচে পড়া ভীড়।
বাসাইলে ঈদের কেনাকাটায় শেষ সময় পার করছেন সবাই। আর তাই এতটুকু অবসর নেই ক্রেতাসহ দোকনীদের। বাজারের কসমেটিক ও কাপড় পট্টির প্রতিটি অলিগলি লোকে লোকারণ্য। বাহারী রঙ্গ ও নতুনত্ব ডিজাইনের পোশাক কিনতে ব্যস্ত সবাই। একইভাবে কসমেটিক ব্যাবসায়ীরাও ব্যাস্ত সময় পার করছেন প্রচন্ড ভীড়ে। চলছে আতর ও টুপির কেনাকাটা। জিনিস পত্রের লাগামহীন উর্দ্ধতির ফলে এলাকার মানুষ সংসার চালাতে অনেকটা হিমশিম খাচ্ছেন। ফলে সার্বিকভাবে নিন্ম ও মধ্যবিত্ত পরিবার গুলি পড়েছে বিপাকে। তারপরও ঈদ সকলের জন্য খুশি বয়ে আনে।
আর এমন কথায় উঠে আসে নতুন পোশাক। খুশির দিনে নিত্যনতুন বাহারী পোশাকের কদরই আলাদা। আর তাই যে যার সাধ্যমত কেনাকাটা সারতে ছুটছেন দোকানে।
নিউজবাংলা/একে