নিউজবাংলা: ২০জুলাই, সোমবার :

ঢাকা: দেশ ছাড়ার পর কোনো ঈদেই দেশে ফিরেননি কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ ও কেয়ারটেকার সরকারের চালিকাশক্তি অবসরপ্রাপ্ত জেনারেল মঈন উ আহমেদ।

ড. ফখরুদ্দিন আহমদ এবারের ঈদের নামাজ আদায় করেন ওয়াশিংটন ডিসিতে ইসলামিক সেন্টার মসজিদে। আর মঈন উ আহমেদ আদায় করেন ফ্লোরিডার পামবীচে নর্থ লেক ইসলামিক সেন্টারে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ঈদের নামাজ আদায় করেন নিউজার্সির ফার্মিংডেল সিটিতে। জাসদ নেতা আ স ম রব সস্ত্রীক ঈদ করেন নিউইয়র্কে।

বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ঈদের নামাজ পড়েন নিউইয়র্ক সিটির ইস্ট এলমহার্স্টে। বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ঈদের নামাজ আদায় পড়েন ফিলাডেলফিয়ায়।

১৭ জুলাই শুক্রবার উৎসবমুখর পরিবেশে আমেরিকায় ঈদুল ফিতর উদযাপিত হয়। আবহাওয়া অনুকুলে থাকায় ঈদ আনন্দ ভালোই হয়েছে। বাংলাদেশি স্টাইলে পাঞ্জাবি-পায়জামা, সেলোয়ার-কামিজ এবং শাড়ি পরে নারী-পুরুষরা ঈদ জামাতে অংশ নেন।

নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো ঈদ আমেজে বেশ জমে ওঠে। ভিনদেশিরাও এ আনন্দে মিশে যান। ঈদ জামাতে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা মোনাজাত করা হয়।

ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার, বাংলাদেশ মুসলিম সেন্টার, আল আমিন মসজিদ, প্যাটারসন জামে মসজিদ, ফ্লোরিডায় বোকারেটন ইসলামিক সেন্টার, লসএঞ্জেলেসে শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে।

আমেরিকায় ২৬০০ মসজিদের ব্যবস্থাপনায় খোলা ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বেশ ক’বছর পর এবার সেখানে একইদিনে রোজা শুরু এবং একইদিনে ঈদ উদযাপিত হলো। সূত্র : এনআরবি নিউজ

 

নিউজবাংলা/একে