রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বিক্ষোভ-সমাবেশ

নিউজ বাংলা ২১: ২৪ মার্চ, মঙ্গলবার :

সাভার (ঢাকা): রানা প্লাজা ধসের ২৩ মাস পূর্তি উপলক্ষে সাভারে সমাবেশ ও বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনরা।

মঙ্গলবার বেলা ১১টায় ধসে পড়া রানা প্লাজার সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ক্ষতিপূরণ আইন পরিবর্তন করে পুনরায় ক্ষতিপূরণ নির্ধারনের দাবি জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক সংহতির নেত্রী তাসলিমা আক্তার লিমা বলেন, বাংলাদেশে শ্রমিকদের ক্ষতিপূরণ বিষয়ে যে আইন রয়েছে সেটি তামাশার সামিল। এই আইনে ক্ষতিপূরণ দিলে শ্রমিকরা নায্য পাওনা থেকে বঞ্চিত হবেন। তাই ক্ষতিপূরণ আইন পরিবর্তন করে পুনরায় ক্ষতিপূরণ নির্ধারণ করা দরকার।

রানা প্লাজায় হতাহতদের অর্থ আত্মসাতের চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও আইএলওর ফান্ডে এ যাবৎ কত টাকা অনুদান এসেছে এবং কিভাবে তা ব্যয় করা হচ্ছে- সে বিষয়ে নিয়মিত বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। তাই রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকার বিস্তারিত তথ্য প্রকাশেরও দাবি জানান তিনি।

এছাড়াও সমাবেশে রানা প্লাজায় হতাহত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরাও তাদের ক্ষতিপূরণের দাবিতে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

নিউজ বাংলা ২১/ একে

(Visited 2 times, 1 visits today)
Top