ঈশ্বরদীতে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান
নিউজবাংলা: ১৬ আগস্ট, রোববার:
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি:
আলফালাহ বাংলাদেশ ঈশ্বরদী শাখার উদ্যোগে আজ রবিবার সকালে ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদপুরে আলফালাহ বাংলাদেশ প্রি-প্রাইমারী স্কুল প্রাঙ্গনে ৪৮ জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বদী থেকে প্রকাশিত সাপ্তাহিক জয়পত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সংবাদ প্রতিদিন ঈশ্বরদী প্রতিনিধি প্রভাষক আব্দুল বাতেন, বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম,ঈশ্বরদী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন খান আল-আমিন,প্রথম সকাল পত্রিকার সম্পাদক মহিদুল ইসলাম,শাহানাজ পারভিন রুমা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আলফালাহ বাংলাদেশ ঈশ্বরদী শাখার সুপারভাইজার শাহনেওয়াজ খান রুমি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শেখ সাগর রহমান রানা, জিল্লুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ফলাফল অনুয়াযী পিএসসি,জিএসসি,এসএসসি,এইচএসসি ও অনার্স শ্রেণীর কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে ৪৫০ টাকা থেকে শুরু করে ১৮৫০ টাকা এবং একটি করে সনদপত্র বিতরন করা হয়।
নিউজবাংলা/একে