চলতি মাসের মধ্যে টোল কমানোর সিদ্ধান্ত
নিউজবাংলা: ১৬ আগস্ট, রোববার:
ঢাকা: ২০১৪ সালের ২৪ মার্চ মন্ত্রিসভায় টোল নীতিমালা অনুমোদনের পর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধীন ৫১ সেতু, ৪৫ ফেরিঘাট ও তিন মহাসড়কে সেতুতে বর্ধিত টোল আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের ১১ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে এসব সেতুতে অভিন্ন টোল কার্যকর করা হয়।
রবিবার চট্টগ্রাম বন্দরের রেস্ট হাউজে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান,সারাদেশের সড়ক-মহাসড়কে স্থাপিত সেতুতে বর্ধিত টোল কমানোর সিদ্ধান্ত চলতি মাসের মধ্যে করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান।
মন্ত্রী বলেন, সেতুর টোল বাড়ানোর পর বিভিন্ন দিক থেকে আমি বিভিন্ন ধরনের অভিযোগ পাচ্ছি। আমি এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মন্ত্রী নিজেও টোল কমানোর বিষয়টি বিবেচনায় রেখেছেন। ২১ আগস্ট মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসব। চলতি মাসের মধ্যে টোল কমানোর সিদ্ধান্ত আসবে।
নিউজবাংলা/একে