নিউজবাংলা: ১৬ আগস্ট, রোববার:

গাইবান্ধা সংবাদদাতা:

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ফজলে রাব্বী(৩২) খুনের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে সাঘাটা থানার পুলিশ।

 

গত শনিবার রাত আটটার দিকে উপজেলার বোনারপাড়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বসন্তেরপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে রাজু আহমেদ(২৮) ও একই গ্রামের তোজাম্মেল হকের ছেলে হাফিজার রহমান(৩৫)। তারা দুইজনই ওই খুনের ঘটনায় দায়ের মামলার আসামি।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “ফজলে রাব্বি জেএমবির একজন সক্রিয় সদস্য ছিলেন। গত ১৯ জুলাই রাতে বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে স্থানীয় ওয়াপদা বাঁধের ওপর তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের বাবা সাদ্দাকাস মিয়া বাদী হয়ে পাঁচজন নামীয় ও অজ্ঞাত আরো পাঁচ-সাতজনকে আসামি করে সাঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন।”

গোপন খবরে মামলার এজাহার নামীয় ওই দুই আসামিকে রাতে স্থানীয় বোনারপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয় বলে ওসি জানান।

নিউজবাংলা/একে