ঈশ্বরদীতে যুবলীগ কর্মী আলমগীর গ্রেফতার
নিউজবাংলা: ১৬ আগস্ট, রোববার:
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি:
একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ও ঈশ্বরদী পৌর যুবলীগের কর্মী আলমগীর হোসেন ওরফে ন্যাটা আলমগীর শনিবার গভীর রাতে আমবাগান এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার (ইনচার্জ তদন্ত) মোঃ আবু ওবায়েদ ও তার সঙ্গিয় ফোর্স গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জানা গেছে , আলমগীর রাজনীতে ছেড়ে দিয়ে বর্তমানে তাবলীগ জামায়াতে ভর্তি হয়ে বিভিন্ন স্থানে চিল্লা দিয়ে বেড়াচ্ছিল। ওই দিন রাতেই আলমগীর বাড়ি আসলে তাকে গ্রেফতার করা হয। সে আমবাগান এলাকার মৃত ফরাজ মিয়ার ছেলে।
নিউজবাংলা/একে