নিউজবাংলা: ১৬ আগস্ট, রোববার:

আব্দুল্লাহ্ আল মাসুদ:

 টাঙ্গাইলের মির্জাপুরে ইভটিজিংয়ের অপরাধে মো. রফিকুল ইসলাম(১৬) নামে এক কিশোরকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

রোববার (১৬ আগস্ট) দুপুরের দিকে  মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সেলিম রেজা তাকে এ কারাদন্ড দেন।

রফিকুল টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কাজলা গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্র জানিয়েছে- সকালে রফিকুল উপজেলা সদরের বাইমহাটি মসজিদ সংলগ্ন এলাকায় মেয়ের শ্লীলতাহানির উদ্যেশে অঙ্গভঙ্গি করার সময় এলাকাবাসী তাকে ধরে পুলিশে খবর দেয়। পরে মির্জাপুর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত এক মাসের কারাদন্ড প্রদান করেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সেলিম রেজা বলেন দন্ডবিধির ৫০৯ ধারায় এ কিশোরকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

 

নিউজবাংলা/একে