আকর্ষণীয় নতুন জুটি আসছে বলিউডে
নিউজবাং লা: ১৮আগস্ট, মঙ্গলবার:
ঢাকা: বলিউড বরাবরই আকর্ষণীয় জুটি উপহার দেয়। আবার অনেকের পর্দার রোমান্স বাস্তব জীবনে রসায়ন তৈরি করে। শিগগিরই নতুন কিছু জুটি উপহার দিবে বলিউড। এখন শুধু দেখার অপেক্ষা নতুন জুটিদের পর্দার রোমান্স কেমন মজাতে পারে দর্শকদের।
শাহিদ কাপুর-ক্যাটরিনা কাইফ:
শাহিদ -ক্যাটরিনা দুজনই বেশ কয়েক বছর ধরে দারুণ সব ছবি উপহার দিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো একসাথে তাদের কাজ করা হয়নি। শাহিদ -ক্যাট জুটির পর্দার রসায়ন কেমন হবে তাই দেখার বিষয়।
ইমরান খান-আলিয়া ভাট
ইমরান-আলিয়া দুজনই খুব মিষ্টি এবং শিশুসুলভ। আর তাই তাদের পর্দার জুটিও বেশ মানাবে বলে মনে হচ্ছে। তাদের দুষ্ট-মিষ্ট জুটি বলিউডে নতুন রসায়ন তৈরি করবে।
বরুণ ধাওয়ান-সোনম কাপুর
বরুণ ধাওয়ান তো কেরিয়ারের শুরু থেকেই বেশ স্মার্ট ও আর্কষনীয়। আর সোনম কাপুর বলিউডের সবচেয়ে স্টাইলিশ অভিনেত্রী। তাদের পর্দার রোমান্স বলিউডে আলো জড়াবে।
অর্জুন কাপুর-আনুশকা শর্মা
অর্জুন কাপুরের ব্যক্তিত্ব আর আনুশকা শর্মার আবেগ বলিউডে এক ধ্রুপদী উদাহরণ হতে চলেছে। তাদের জুটি যে বলিউডে সািড়া ফেলবে কা আর বলার অপেক্ষা রাখে না।
সিদ্ধার্থ মালহোত্রা-দীপিকা পাড়ুকোন
সিদ্ধার্থ-দীপিকা দুজনই লম্বা, স্লিম ও আর্কষনীয়। সিদ্ধার্থের স্বাভাবিক সাদাসিধা ভাব আর দীপিকার আর্কষনীয় ফিগার পর্দায় বেশ রোমান্স জমাবে বলে মনে হচ্ছে।
সূত্র: জি নিউজ
নিউজবাংলা/একে