কফি কমাবে কোলন ক্যান্সার!
নিউজবাং লা: ১৮আগস্ট, মঙ্গলবার:
ঢাকা: প্রতিদিন কফি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিয়মিত কফি খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমবে।
ডানা ফারবার ক্যান্সার সেন্টার ১,০০০ কোলন ক্যানসারে আক্রান্ত রোগী নিয়ে গবেষণায় চালায়। এ সময় যারা তৃতীয় বার কেমোথেরাপি করেছে বা সার্জারি করেছে তাদের নেয়া হয়েছে।
গবেষণায় দেখা যায়, যারা প্রতিদিন ৪ কাপ বা তার চেয়ে বেশি কফি খান তারা দ্রুত সুস্থ হয়। এতে দেখা গেছে প্রতিদিন ৪৬০ মিলিগ্রাম কেফেইন খাওয়া খুবই কার্যকরী। তাই কফি ক্যান্সারের ঝুঁকি কমায়।
এ গবেষণায় বলা হয়, যারা কফি খায় না তারা কফি খাওয়া রোগীদের থেকে ৪২ শতাংশ নিরাপদ।
আরেকটি গবেষণায় বলা হয়, কফি স্তন ক্যান্সার, মেলানোমা, লিভার ক্যান্সার ও প্রস্টেট ক্যান্সারসহ আরো অনেক রোগ প্রতিরোধে খুবই কার্যকরী ভূমিকা রাখে।
তাই যে কোলন রোগীরা নিয়মিত কফি খাচ্ছে তারা এটি বন্ধ করবেন না। আর যারা শুরু করেন নি তারা ডাক্তারের পরামর্শ নিয়ে কফি খাওয়া শুরু করেন।
সুত্র: জি নিউজ
নিউজবাংলা/একে