টাঙ্গাইলে বিএনপির ১১ নেতাকর্মীর জামিন
নিউজবাং লা: ১৮আগস্ট, মঙ্গলবার:
টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইল: গাড়ি ভাংচুর মামলায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিমসহ বিএনপির ১১ নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে তারা জেলা দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক মাহবুবুল হক জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত অন্যরা হলেন, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও পৌর কমিশনার শামীম সরকার, উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম দুলাল, পৌর যুবদলের সভাপতি কমিশনার শহিদুল ইসলাম ভুুইয়া, পৌর যুবদলের সাংগাঠনিক সম্পাদক আ. জলিল, কলেজ ছাত্র দলের আহবায়ক আফজাল হোসেন, যুগ্ম আহবায়ক আল আমিন রনি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুরাদ হাসান রুবেল মিয়া এবং জামায়াত নেতা আসলাম হোসেন।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ২০ দলের অবরোধ কর্মসূচির সময় ঘাটাইল কলেজ মোড়ে গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ ৮৯ নেতাকর্মীকে আসামি করে মামলা করে। তদন্ত ও যাচাই বাছাই শেষে ২৬ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দেয়। পরে গত ২ আগস্ট এই ১১ জন টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেটের আদালতে আত্মসমর্পণ করলে আদালত জেল হাজতে পাঠায়। আজ তাদের জামিন হলো।
নিউজবাংলা/একে