নিউজবাং লা: ১৮আগস্ট, মঙ্গলবার:
ঢাকা: শিক্ষকতা মহান পেশা। আর এই প্রবাদ বাক্যকে যেন আরো নতুন উচ্চতায় নিয়ে গেলেন ভারতের স্কুলশিক্ষক এ টি আব্দুল মালিক। ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে ১৯ বছর ধরে প্রতিদিন তিনি নদী সাঁতরে পার হন। স্কুলের শিক্ষক হাজিরা খাতায় নেই এ মহান শিক্ষকের একদিনের অনুপস্থিতি! এই স্কুল শিক্ষকের নাম এ টি আব্দুল মালিক।