ওই বাড়ি থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৫৫ বোতল মদ ও ৭৩৬ ক্যান বিয়ার এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের মূল্য ৩৬ লাখ ৬৭ হাজার টাকা। এ সময় শাহজাহানের স্ত্রী মুন্নি আকতারকে গ্রেফতার করা হয়। তবে শাহজাহানকে পাওয়া যায়নি। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।