নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:
দিনাজপুর সংবাদদাতা:
ভারী বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট দিনাজপুরের সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে ৭টা ৫০মিনিটে অবতরণ করার কথা থাকলেও ব্যর্থ হয়।
বিমানটি আকাশে প্রঅয় ২৫ মিনিট অবস্থান করার পর কোনো উপায় খুজে না পাওয়ায় ঢাকায় ফিরে যায়। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (নং-১৫১) বিমানবন্দরে ৭টা ৫০মিনিটে অবতরণ করার কথা থাকলেও ব্যর্থ হয়।
বিমানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ ৪৭ জন যাত্রী ছিলেন। অন্যদিকে ওই বিমানে ঢাকায় আসার জন্য অপেক্ষায় ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ ৬৩ জন যাত্রী। পরে মন্ত্রীসহ ৩ জন ইউনাইটেড এয়ারওয়াজে ঢাকায় ফিরেন। বাকিরা দুর্ভোগে পড়েন বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান, এর আগে কয়েকবার এধরণের ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বিমান দেরিতে আসা-যাওয়া নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণে ব্যর্থতার কথা নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমান ব্যবস্থাপক শাহিন আহমেদ।