নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:

ঢাকা: নিজের তিন মাসের পুত্র সন্তানকে খুব ঠাণ্ডা মাথায় হত্যা করে, নিজেই জরুরি পরিষেবায় ফোন করে ছেলের নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে বলে জানায় মা। তারপর সেই ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করে তাকে।

মঙ্গলবার এই ঘটনার ঘন্টাখানেক বাদে অভিযুক্ত ব্রিটেনি পিলকিনটন স্বীকার করে নেয়, যে সে তার তিনমাসের শিশু পুত্রকে খুন করেছে। ঘটনাটি ঘটেছে ওহিও-র কলম্বাসের উত্তর-পশ্চিমে বেলফনটেইন বলে এক জায়গায়। ভারতীয় কিছু গণমাধ্যম এমন খবর নিশ্চিত করেছে।

ব্রিটেনি পিলকিনটন, ২৩ বছরের এই মা শুধু তার এই শিশুপুত্রকেই খুন করেনি। এরআগে সে তার চার বছরের ছেলে গ্যাভিন পিলকিনটন এবং তিন মাসের আর এক ছেলে নিয়াল পিলকিনটনকে হত্যা করে গত বছর এপ্রিল এবং জুলাইয়ে। তবে ব্রিটেনিকে যখন এই হত্যাকাণ্ডের কারণ জিজ্ঞেস করা হয়, তখন সে জানায় তার কন্যা সন্তানকে তেমন ভালবাসে না তার স্বামী। মেয়ের গুরুত্ব কমে যাচ্ছে, এই চিন্তা থেকেই মা তার তিন পুত্র সন্তানকে হত্যা করেছে।

মঙ্গলবার পুলিশ ব্রিটেনির অ্যাপার্টমেন্টে যায়, যখন সেখান থেকে একটি অ্যালার্ম বাজে। সেখানে পুলিশ যেতে প্রথমে ব্রিটেনি বলে, তার ছোট ছেলে নিঃশ্বাস নিতে পারছে না। তারপরই ঘন্টাখানেকের জেরার পর সত্যিটা স্বীকার করে অভিযুক্ত মা।

সে জানায় তার তিন সন্তানকে সে মুখে কম্বল চাপা দিয়ে হত্যা করেছে। তারা নিঃশ্বাস না নিতে পেরে, হাঁফিয়ে উঠে মারা যায়। শিশুদের বাবা জানায়, প্রত্যেকবারই সে অফিস থেকে ফিরে এসে দেখে তার পুত্র সন্তানরা নিঃসাড় হয়ে পড়ে রয়েছে। আপাতত তাদের তিন বছরের শিশুকন্যা হেইলে পিলকিনটনকে স্বেচ্ছাসেবী সংস্থায় রাখা হয়েছে।

নিউজবাংলা/একে