নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:

ঢাকা: এবার একসঙ্গে দেখা যাবে বলিউড কিং খান শাহরুখ এভং আলিয়া ভাটকে। এই প্রথম একসঙ্গে অভিনয় করতে চলেছেন ৪৯-এর শাহরুখ ও ২২-এর আলিয়া। ‘ইংলিশ ভিংলিশ’ ছবির পরিচালক গৌরী শিন্দের পরের ছবিতে কাজ করছেন তাঁরা।

এদিন ‘শীগগির একটা বড় ঘোষণা হচ্ছে’ বলে টুইট করে ভক্তদের জল্পনা উসকে দেন করণ। তার কয়েক ঘণ্টার মধ্যেই আবার টুইট। এবার তিনি জানালেন, রেড চিলিস এন্টারটেনমেন্ট, ধর্মা অ্যান্ড হোপ প্রোডাকশনস গর্বের সঙ্গে গৌরী শিন্দের আগামী ছবি পেশ করতে চলেছে……শাহরুখ খান ও আলিয়া ভাট থাকছেন এতে।

যে ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ ছবি দিয়ে বলিউডে আলিয়ার যাত্রা শুরু, সেটির সহ-প্রযোজক ছিলেন শাহরুখ। কিং খানের সঙ্গে ছবি করতে চলেছেন, সেই উচ্ছ্বাস ঝরে পড়ল আলিয়ার টুইটে। তিনি লিখছেন, আমার ইংলিশ ভিংলিশ নিয়ে আর কোনও সমস্যা হবে না। শাহরুখ খান মানুষটা নিজে থাকছেন। গৌরী শিন্দের পরিচালনা। তর সইছে না!

প্রসঙ্গত, গৌরী শিন্দে প্রচারের আলোয় আসেন ২০১২ সালের ছবি ‘ইংলিশ ভিংলিশ’ পরিচালনার সুবাদে। পরিচালক আর বালকির স্ত্রীর গৌরীর সেটাই প্রথম পরিচালিত ছবি। আর শুরুতেই সাফল্য। ছবির কেন্দ্রীয় চরিত্রে শ্রীদেবী। একজন মহিলা ইংরেজি শিখে কেমন করে স্বামী, সন্তানদের জগতে নিজেকে মেলে ধরলেন, সেটাই এ ছবির বিষয়বস্তু।

উল্লেখ্য- ছবিটি প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট, করণ জোহরের ধর্মা অ্যান্ড হোপ প্রোডাকশনস।

 

নিউজবাংলা/একে