নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:
ঢাকা: সদ্য থাইল্যান্ডে রাজধানী ব্যাংককে এক মন্দিরের বাইরে বিস্ফোরণের খবর চারদিকে প্রচার হলেও কজনই বা জানে বিস্ফোরণের সময় ঐ মন্দির থেকে ঢিল ছোঁড়া দুরত্বে ছিলেন আমাদের দেশের ছোট পর্দার দুই জনপ্রিয় তারকা দম্পতি ইন্তেখাব দিনারে ও বিজরী বরকত উল্লাহ।
বিভীষিকাময় সেই রাতে ভয়াল অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বিজরী থাইল্যান্ড থেকে ভাইবারে বিডি টুয়েন্টিফোর লাইভকে জানান, ‘দুর্ঘটনার আগের দিন আমরা থাইল্যান্ড আসি। মূলত শপিং এর উদ্দেশ্যে আমরা ঐ সময় বের হই। বিপদ তো আর বলে আসে না! হঠাৎ বিকট শব্দে আমরা আঁতকে উঠি। চারদিকে হুলস্থূল কান্ড বেঁধে যায়। পরে আমরা নিরাপদ স্থানে ফিরে যাই।’
বিজরী আরো বলেন, ‘পারিবারিক সফরে আমরা ব্যাংককে আসি । দেশে পরিজনদের জানিয়েছি আমরা ভালো আছি এবং খুব শীঘ্রই দেশে ফিরবো’।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যার থাইল্যান্ডে ঘটে যাওয়া বিস্ফোরণে এ পর্যন্ত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রাউইত ওঙসুয়ান এক বিবৃতিতে জানান, বিদেশিদের হত্যা করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।