নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের সদর উপজেলার রিচি গ্রামে ১০ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে ছাত্রীটি লজ্জায় আত্মহত্যা করেছে।

জানা যায় ছাত্রীটি রিচি গ্রামের তুরাব আলীর মেয়ে। দুপুরে এ ঘটনা ঘটে।

 

নিহতের পিতা তুরাব আলী জানান, একই গ্রামের অনু মিয়ার ছেলে হাবিব (২০) গত রবিবার গভির রাতে তার ঘরে স্থানীয় এক বখাটে হাবিব প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকারে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে হাবিবকে আটক করে। পরে হাবিবের পরিবারের লোকজন এবং স্থানীয় মেম্বার বিচারের আশা¦স দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

জানা যায়, এরই জের ধরে গতকাল রাতে হাবিব ও তার পরিবারের লোকজন মেয়েটি বাড়িতে এসে গালিগালাজ করে। মেয়েটি অপমান সহ্য করতে না পেরে পরিবারের সবার

অগোচরে ঘরের তীরের সাথে ওড়না গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।

নিউজবাংলা/একে