নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:

জয়পুরহাট সংবাদদাতা:

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হোসেন নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

নাজমুল হোসেন উপজেলার বটতলী তিলাবদুল গ্রামের মোকলেছার রহমানের ছেলে। তিনি বগুড়া জেলার মাঝিরা ক্যান্টনমেন্টের সিগন্যাল কোরের সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, নাজমুল এক মাস আগে ছুটি কাটাতে বাড়ি আসেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজ বাড়িতে গরু রাখার শেডের বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ছুটি শেষে দুএকদিনের মধ্যেই তার কর্মস্থলে যোগদানের কথা ছিল।

 

নিউজবাংলা/একে