নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:

ঢাকা: সাংবাদিক পেটানোর দায়ে এনআইডির উপ-প্রকল্প পরিচালক আব্দুল বারিকে অপসারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশন সচিব মো.সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল এনআইডি ভবনে সাংবাদিক নির্যাতনের যে ঘটনা ঘটেছে সেটার প্রাথমিক তদন্ত করে উপ-প্রকল্প পরিচালক আব্দুল বারিকে আমরা অপসারণ করেছি।

সচিব বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছিল। অপসারণের বিষয়টি কমিশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে।

 

নিউজবাংলা/একে