নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:


আলমগীর হোসাইন, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সায়েন্স অলিম্পিয়াড ও সায়েন্টিফিক সেমিনারের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।

গত মঙ্গলবার সকাল থেকে রাবি লাইব্রেরীর পেছনে বুথ এবং ওয়েবসাইটে (www.ruscienceclub.com) প্রক্রিয়া শুরু হয়। চলবে আগামী ২৫ আগস্ট ২০১৫ পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম মুন জানান, রাবিতে প্রথমবারের মত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় লেভেলে অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। অলিম্পিয়াডে এনাল্যটিক্যাল, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গনিত বিষয়ে প্রশ্ন রাখা হবে। এছাড়াও সায়েন্টিফিক সেমিনারে আইসিডিডিআরবি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গা থেকে গবেষকগন বক্তা হিসেবে আসবেন বলে জানান তিনি।

উল্লেখ্য আগামী ২৯ আগস্ট ২০১৫ রাবিতে সায়েন্স অলিম্পিয়াড ও সায়েন্টিফিক সেমিনার আনুষ্ঠিত হবে।

 

নিউজবাংলা/একে