নাটোরে প্রধানমন্ত্রীর অশ্লীল ছবি প্রদর্শনের দায়ে এক যুবক আটক
নিউজবাংলা: ২৮আগষ্ট, শুক্রবার:
নাটোর প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশ্লীল ছবি তৈরী করে প্রদর্শনের সময় নাটোরের নলডাঙ্গায় শাকিল হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা বাজারে এই ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্ত ও এলাকাবাসী জানায়, নলডাঙ্গা বাজারের একটি দোকানের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশ্লীল ছবি তৈরী করে প্রদর্শন করছিল। এ সময় স্থানীয় কয়েকজন জনতা তার
মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম পিয়াস বাদী হয়ে তথ্য প্রযুক্তি ও
যোগাযোগ সংশোধিত ২০১৩ এর ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেন। আটককৃত শাকিল উপজেলার সূর্যবাড়ী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
নিউজবাংলা/একে