নিউজবাংলা: ২৮আগষ্ট, শুক্রবার:
নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় ডোবার পানিতে পড়ে হাবিবা খাতুন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্যামনগর উত্তরপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত হাবিবা একই এলাকার সোহেল রানার মেয়ে।
স্থানীয়রা জানায়, বাড়ির আঙ্গিনায় খেলাধূলার এক পর্যায়ে হাবিবা সবার অগোচরে পাশের ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজ করেও তাকে পায় না। খোঁজাখুজির একপর্যায়ে এলাকাবাসি ডোবায়
হাবিবার ভাসমান মরদেহ দেখতে পায়। পরে পরিবারের লোকজন এসে মৃতদেহটি উদ্ধার করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজবাংলা/একে