বার কাউন্সিল নির্বাচন: জয়ের দাবি সরকার সমর্থক আইনজীবীর
নিউজবাংলা: ২৮আগষ্ট, শুক্রবার:
ঢাকা: আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে সরকার সমর্থক সাদা প্যানেল ১৪টি সদস্যপদের মধ্যে ১০টিতে জয় পেয়েছে বলে দাবি করেছেন এই প্যানেল- সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সদস্য পদের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাসেদ মজুমদার।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সাধারণ সদস্য পদের প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনও বলেছেন, নির্বাচনে সাদা প্যানেল সংগরিষ্ঠতা পেয়েছে।
তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলছেন, সোমবারের মধ্যে ফলাফল ঘোষণা করা হতে পারে।
নির্বাচনে অংশ নেয়া আইনজীবীদের সূত্রে পাওয়া ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ ও সমমনা আইনজীবী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৪টি সদস্যপদের মধ্যে ১০টিতে নির্বাচিত হয়েছে। আর বাকি চারটি পদ জিতেছে বিএনপি-জামায়াত সমর্থিতদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সদস্য পদের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাসেদ মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন, তারা এ নির্বাচনে ১৪ পদের মধ্যে ১০টিতে বিজয় অর্জন করেছেন।
কিন্তু ফলাফলের ব্যাপারে মুখ খোলেননি বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। তিনি বলেছেন, ‘বার কাউন্সিলের নির্বাচনে দেশের সকল বারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে দেশের সকল ভোট কেন্দ্র থেকে এখনো সকল ব্যালেট বাক্স আসেনি। আগামী সোমবার এগুলো আসতে পারে।’
তিনি বলেন, ‘যদি দেশের সকল বুথের ব্যালেট বাক্স সোমবারের মধ্যে আমাদের হাতে এসে পৌঁছায়, তাহলে আমরা সেদিনই ভোটের ফলাফল ঘোষণা করবো। আর তা না হলে তারও ২/৩ দিন পরে আমরা এ নির্বাচনের ফলাফল ঘোষণা করবো।’
বৃহস্পতিবার বিকেলে বার কাউন্সিলের সভাকক্ষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
বার কাউন্সিলের ভোটার তালিকা নিয়ে জটিলতার কারণে কয়েকবার পেছানোর পর গতকাল বুধবার সারা দেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বেসরকারিভারে পাওয়া ফলাফল অনুযায়ী সাদা দলের বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন- সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, আবদুল মতিন খসরু ও জেড আই খান পান্না।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী ও বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
নিউজবাংলা/একে