নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 দুই সন্তানের জনক প্রেমিক লিটন মিয়াকে (৪৫) সঙ্গে নিয়ে আপন খালা কোহিনুর আক্তার (১৮) অপহরণ করেছিলেন তাদের ৬ বছরের ভাগ্নে সামির মীর সাফিরকে। শিশুটির মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ৩ লক্ষ টাকা।

এ ঘটনায় শিশুটির বাবা শামিম আজ বৃহস্প্রতিবার সন্ধায় ৩ জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।

জানাযায়, গত ২০ আগষ্ট লিটন তার প্রেমিকা কহিনুর আক্তার সহ শিশুটির নানার বাড়ি যাবার কথা বলে শামিমের ছেলে সামির মীর সাফিরকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়। গত ২২ আগষ্ট শামিম তার ছেলে সামির মীর সাফিরকে আনতে তার শশুর বাড়ি গেলে তিনি জানতে পারেন যে সে সেখানে নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করলেও তিনি তার ছেলে এবং লিটন ও কহিনুরের কোন খবর পাননি। পরবর্তীতে শামিমের কাছে ছেলের মুক্তিপনের একটি অজ্ঞাত ফোন এলে শামিম বুঝতে পারেন যে তার ছেলেকে অপহরন করে ঠাকুরগাঁওয়ে আজাদ নামের এক ব্যাক্তির বাড়িতে আটকে রাখা হয়েছে। শিশু অপহরনের এ বিষয়টি র‌্যাব -১ কে অবহিত করলে র‌্যাব -১ এর অফিসারগণ বিভিন্ন প্রযুক্তি অবলম্বন করে জানায় যে শিশুটি ঠাকুরগাঁওয়ের আশেপাশেই রয়েছে এবং এ জন্য নীলফামারী র‌্যাব ক্যাম্পে যেতে বলে তাদের। নীলফামারী র‌্যাব ক্যাম্পের অফিসারগণ গোয়েন্দা মাধ্যমে জানতে পারেন যে শিশুটি ঠাকুরগাঁওয়ে আছে। এছাড়া ও অপহরনকারীরা শিশুটির বাবার কাছে মুক্তিপনের টাকা নিয়ে ঠাকুরগাঁও পুরাতন বাসস্টান্ডে আসতে বলে। গত ২৪ আগষ্ট সোমবার বেলা ২ টার সময় নীলফামারী র‌্যাব ক্যাম্পের অফিসারগণ ঠাকুরগাঁও পুরাতন বাসস্টান্ড সংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে এবং অপহরনকারী লিটন ও কোহিনুরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় অপহরনকারীদের আশ্রয়দাতা ঠাকুরগাঁও শহরের খালপাড়া ডিসি বস্তির আবুল কাশেমের ছেলে আজাদ সুকৌশলে পালিয়ে যায়।

শিশুটি উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের পর বুধবার রাতেই তাদের ঠাকুরগাঁও থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা শামিম আজ বৃহস্প্রতিবার সন্ধায় ৩ জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। আসামীরা হলেন পঞ্চগড় সদর উপজেলার দিঘল গ্রামের মৃত দহির উদ্দিনের ছেলে লিটন মিয়া (৪৫), মাদারিপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ মাইচপাড়া গ্রামের ফজলুর রহমানের কন্যা কোহিনুর আক্তার (১৮) এবং পলাতক আসামী ঠাকুরগাঁও শহরের খালপাড়া ডিসি বস্তির আবুল কাশেমের ছেলে আজাদ (২৫)।

নিউজবাংলা/একে