নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:
সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
দুই সন্তানের জনক প্রেমিক লিটন মিয়াকে (৪৫) সঙ্গে নিয়ে আপন খালা কোহিনুর আক্তার (১৮) অপহরণ করেছিলেন তাদের ৬ বছরের ভাগ্নে সামির মীর সাফিরকে। শিশুটির মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ৩ লক্ষ টাকা।