গাইবান্ধায় ৭৮ বিদ্যালয়ের পাঠদান ব্যাহত
নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:
গত কয়েক দিনের অবিরাম বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় প্লাবিত হওয়ায় ৭৮টি প্রাাথমিক বিদ্যালয় জলমগ্ন হয়ে পড়েছে।
এ কারণে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না। ফলে পাঠদানে নানা বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
শিক্ষক ও অভিভাবকেরা জানান, দীর্ঘ মেয়াদি বন্যায় উপজেলার মাঠ-ঘাট, খাল-বিল, নদী-নালা পানিতে থৈ-থে করছে। এতে করে বিভিন্ন স্থাপনাসহ ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় জলমগ্ন হয়ে পড়ায় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বিদ্যালয়গুলোতে যেতে না পারায় পড়ালেখাসহ সমস্ত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, এ উপজেলায় ২শ ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৮টি জলমগ্ন রয়েছে। ওই সকল বিদ্যালয় থেকে পানি নেমে না যাওয়া পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। এদিকে আগামি ৬ সেপ্টেম্বর থেকে আরম্ভ হতে যাওয়া মডেল টেস্ট পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।
নিউজবাংলা/একে