নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:

জেলার লাখাই উপজেলার সিংহগ্রাম থেকে উপজেলা শিবিরের সভাপতি শরিয়ত উল্লাহসহ ছয়জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

শুক্রবার দুপুর ২টার দিকে সিংহগ্রামের শিবির কর্মী জোবায়েরের বাড়িতে তারা সবাই গোপন বৈঠকে বসেছিল। সেখান থেকে তাদের আটক করা হয়।

আটকৃত অন্যরা হল, উপজেলা জামায়াতের লাখাই থানার জামায়াত এর সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, লাখাইর শিবির সভাপতি মাওলানা রিয়তউল্লা, লাখাইর ৫নং ইউপির জামায়াত সভাপতি মাওলানা মোঃ খলিলুর রহমান লিটন, অর্থ-সম্পাদক মোঃ হাফেজ ফকরুল ইসলাম, শিবির কর্মী হাফেজ জোবায়ের ও শিবির কর্মী মনির হোসেন।

হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদ্বীপ রায় জানান, আটকরা গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদেরকে আটক করে লাখাই থানায় হস্থান্তর করেছি।

লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজবাংলা/একে