বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পুলিশ প্রহড়ায় চিকিৎসা
নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:
এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার শায়েস্তাগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে এক কিশোরীকে ধর্ষন করেছে এক লম্পট মাইক্রোবাস চালক।
গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পুলিশ প্রহড়ায় চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনার পর থেকেই লম্পট পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার হরিতলা গ্রামের জনৈক কিশোরী কন্যার সাথে কদ্দুছ মিয়া নামে এক মাইক্রোবাস চলকের সম্প্রতি পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বুধবার লম্পট কদ্দুছ মিয়া তাকে বিয়ের প্রলোভন দিয়ে বাড়ি থেকে নিয়ে আসে। এক পর্যায়ে সে তাকে অজ্ঞাতস্থানে রেখে কিশোরীকে ধর্ষণ করে তার মামার বাড়ি বাহুবল উপজেলার চারগাও গ্রামে রেখে চলে আসে।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ রাত ১২টার দিকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে কিশোরীকে পুলিশ প্রহড়ায় চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনার পরপরই লম্পট কদ্দুছ পালিয়ে গেছে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যত্যা স্বীকার করে জানান, ধর্ষিত কিশোরীকে পুলিশ প্রহড়ায় সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হবে। তিনি জানান, ঘটনার নায়ক লম্পট কদ্দুছকে আটক করতে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে।
নিউজবাংলা/একে