আলোকিত কালিহাতীর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:
জাহাঙ্গীর আলম:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ী ইউনিয়নের আলীপুর, ভৈরববাড়ী, বেরীপোটল গ্রামে ৪ সেপ্টেম্বর শুক্রবার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আলোকিত কালিহাতীর সভাপতি আব্দুল আলীম।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, আলোকিত কালিহাতীর সহ-সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, সাধারণ সম্পাদক এইচ.এম হাবিবুর রহমান সরকার। এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আলোকিত কালিহাতীর যুগ্ম সম্পাদক ওয়ারেছুল ইসলাম, আলোকিত কালিহাতীর যুগ্ম সম্পাদক আফজাল হোসেন আকন্দ, সহ-সভাপতি হুমায়ুন কবির, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল করিম, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহআলম, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান, দৈনিক দিনকালের প্রতিনিধি তারেক আহাম্মেদ, দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি মৃদুল চৌধুরী, দৈনিক মানব জমিনের প্রতিনিধি শাহীন আলম, আলোকিত কালিহাতী’র কোষাধ্যক্ষ শরিফুর ইসলাম (মেয়র) সাপ্তাহিক যুগধারা’র স্টাফ রিপোর্টার সোহেল রানা, ইনতিজারের স্টাফ রিপোর্টার এস.আই শরিফুল ইসলাম, কালিহাতী উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আল ইমরান, সারাদিন নিউজ ২৪ ডটকমের সহ-সম্পাদক কামাল হোসাইন, আলোকিত কালিহাতীর সদস্য কিরন আলী, ফয়সাল আহাম্মেদ, আল-ইমরান সাদিকুর রহমান আকন্দ, শফিকুল ইসলাম, হাফেজ তালুকদার, বাঁশী যুব সংঘের কোষাধ্যক্ষ কেরামত আলী, ক্রীড়া সম্পাদক ছানোয়ার হোসেন ও ইমরান সহ আলোকিত কালিহাতীর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে বন্যা কবলিত ক্ষতিগ্রস্থরা জানান, সরকারি এবং কোন রাজনীতি ব্যক্তিদের দ্বারা এখন পর্যন্তও আমরা কোন ত্রাণ সামগ্রী পাইনি। এসময় আলোকিত কালিহাতী’র সভাপতি আব্দুল আলীম বন্যায় ক্ষতিগ্রস্থদের শান্তনা দিয়ে বলেন, আপনাদের পাশে আলোকিত কালিহাতী সব সময় আছে এবং পাশে থাকবে।
বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলোর মধ্যে আলীপুরে আব্দুল হালিম মাষ্টার, ভৈরববাড়ীতে আব্দুর রহমান, বেরীপোটলে আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা হয়।
নিউজবাংলা/একে