গাইবান্ধায় হুমকির মুখে ঘাঘট ব্রিজ
নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর-দামোদরপুর সড়কের জামুডাঙ্গার ঘাঘট নদীর উপর অবস্থিত ব্রিজটি হুমকির মুখে পড়েছে। কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ব্রিজের দক্ষিণ পার্শ্বের পিলারের গোড়া থেকে পাকা সড়কের ২শ ফুট মাটি ঘাঘট নদীতে ধ্বসে পড়েছে।
ফলে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন মহুতের্ সড়কটি সম্পন্ন ভেঙ্গে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গতকাল বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাঘট নদীর পানি বৃদ্ধি ও তীব্র ¯্রােতের কারণে ব্রিজের দক্ষিণ পার্শ্বের পাকা সড়কের মাটি ঘাঘট নদীতে ধ্বসে পড়েছে। এর আগে মাটি ধ্বস ও সড়কটি রক্ষা করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজ উদ্যোগে বালুর বস্তা ও বাঁশের পাইলিং দিয়ে সড়কের ধারে বেস্তনি দিয়েছিলেন। কিন্তু পানি বৃদ্ধি ও তীব্র ¯্রােতের কারণে পাকা সড়কের মাটি ধ্বসে পড়া অব্যাহত রয়েছে।
দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ারুল হাসান জীম ম-ল জানান, অতি বৃষ্টিতে ও ঘাঘট নদীর পাণির তীব্র ¯্রােতের কারণে পাকা সড়ক ধ্বসে যাচ্ছে। পাকা সড়ক ধ্বসে নদীতে পড়ায় ব্রিজটির দক্ষিণ পার্শ্বের গোড়া হুমকির মুখে পড়েছে। পাকা সড়ক ও ব্রিজটির করুণ দশার কথা উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
এলজিআইডির সাদুল্যাপুর উপজেলা প্রকৌশলী আজিজুল হক জানান, সড়কটি মেরামতের কথা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙন ঠেকাতে দ্রুত কাজ শুরু করা হবে।
নিউজবাংলা/একে