নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়াতে গরুর মাংসে আরবীতে আল্লাহ শব্দ লেখা পাওয়া গেছে। জানা যায় গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামের সিকদারবাড়ীতে আকিকার জন্য জবেহ করা গরুর মাংস পেয়ে একই বাড়ির সেলিমের স্ত্রী মর্জিনা বেগম রান্না করার পর খাবার পরিবেশন করার সময় দেখতে পায় মাংসের গায়ে স্পর্শভাবে আরবীতে আল্লাহ শব্দটা লেখা আছে।

 

বিষয়টি পারিবারিক ভাবে জানাজানির পর সাড়া গ্রামে তাৎক্ষনিক ছড়িয়ে পরে। এলাকাবাসী আল্লাহ লেখাটি একনজর দেখার জন্য এসে ভীর জমায়। এনিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় মসজিদের ইমাম মাওলানা বেলায়েত হোসেন বলেন, মাংসের গায়ে আল্লাহ লেখা দেখেছি। আল্লাহ তায়ালার তার নিদর্শন বিভিন্ন ভাবে দেখান।

 

নিউজবাংলা/একে