নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:
বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়াতে গরুর মাংসে আরবীতে আল্লাহ শব্দ লেখা পাওয়া গেছে। জানা যায় গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামের সিকদারবাড়ীতে আকিকার জন্য জবেহ করা গরুর মাংস পেয়ে একই বাড়ির সেলিমের স্ত্রী মর্জিনা বেগম রান্না করার পর খাবার পরিবেশন করার সময় দেখতে পায় মাংসের গায়ে স্পর্শভাবে আরবীতে আল্লাহ শব্দটা লেখা আছে।
