হবিগঞ্জে ডোবা থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার
নিউজবাংলা: ০৬ সেপ্টেম্বর, রবিবার:
এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর উপজেলার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর নামক স্থানে একটি ডোবায় ভাসমান অবস্থায় এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন লাশটি ডোবায় ভাসমান দেখতে পেলে সদর থানা পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।
নিহত ব্যাক্তি হবিগঞ্জ সদর উপজেলার বাতাসর গ্রামের আলীর ছেলে ইউসুফ আলী (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ডোবার মাঝে লাশটি ভেসে থাকতে দেখে লোকজন।
ইউসুফের পরিবার সূত্রে জানা যায় সে একজন মৃগী রোগী ছিল। অসুস্থতা থেকে তার মৃত্যু হতে পারে।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যা না আত্যহত্যা তা এখনও বলা যাচ্ছে না। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজবাংলা/একে